রুপকল্প (Vision)
দেশীয় বস্ত্র প্রকৌশলী নির্ভর বসস্ত্রখাত
অভিলক্ষ্য (Mission)
মানসম্মত কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে দেশীয় দক্ষ বস্ত্র প্রকৌশলী নির্ভর বস্ত্রখাত নিশ্চিতকরন।
কার্যাবলি
১। তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের সমন্বয়ে মান সম্পন্ন বস্ত্র প্রকৌশলী ও প্রযুক্তি বিষয়ে গুণগত শিক্ষা প্রদান।
২। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠদান।
৩। শিক্ষার্থী দের দারাবাহিক ম্যূায়ন ও ফাইনাল পরীক্ষা গ্রহণ করা।
৪। প্রতিষ্ঠানের সকর ল্যাবের মেশিনসমূহ সচর রেখে, ক্লাস রুটিন মোতাবেক ব্যবহারিক ক্লাস গ্রহণ।
৫। শিল্প প্রতিষ্ঠানে প্রশিক্ষণকালীন সময়ৈ মনিটরিং এবং প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান Comprehensive Viva গ্রহণ করা।
৬। সহশিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা।
৭। বরাদ্দ অনুযায়ী কাঁচামাল ক্রয় ও ব্যবহার নিশ্চিতকরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস